নিঃসন্তান দম্পতিদের হোমিও চিকিৎসা ।
এক বছর বা এর অধিক সময় কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে তাকে ডাক্তারি ভাষায় বন্ধ্যাত্ব হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সাধারণত প্রতি ১০০ জন দম্পতির মধ্যে ৮৪ জন প্রথম বছরে এবং ৯২ জন দ্বিতীয় বছরের মধ্যে গর্ভধারণ করতে সমর্থ হন। তাই বলা যায়, প্রতি ১০০ জন দম্পতির মধ্যে ৮ জন বন্ধ্যাত্বের শিকার হন।
এক বছর বা এর অধিক সময় কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে বয়স ৩০-এর বেশি থাকলে ছয় মাস চেষ্টার পরই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
বন্ধ্যাত্বের কারণ
বন্ধ্যাত্বের বহুবিধ কারণ থাকে। স্বামী বা স্ত্রীর কোন একজন বা উভয়ের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। তাছাড়া গর্ভধারনের জন্য দরকার একটি সুস্থ্ ওভাম (ডিম), সবল বীর্য ও নরমাল ইউটেরাস বা জরায়ু। এর যেকোনো জায়গায় সমস্যা হলে গর্ভধারণে ব্যর্থতা দেখা দিতে পারে।
প্রাথমিকভাবে বন্ধাত্ব্যের কারণগুলোকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। এগুলো হচ্ছে : এনুভলেশন (ডিম্বাশয় থেকে ওভাম বা ডিম নিঃসরণ না হওয়া ), জরায়ু বা ডিম্বনালীর সমস্যা এবং পুরুষ সঙ্গীর সমস্যা।
ওভুলেসন বা ডিম্বস্ফুটন না হওয়ার কিছু কারণগুলো
• পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম
• হরমনের অস্বাভাবিক মাত্রায় নিঃসরণ : কিছু কিছু হরমোন যেমন প্রলেক্টিন, থাইরয়েড হরমোন অথবা পিটুইটারি FSH, LH হরমোনের অস্বাভাবিক মাত্রায় নিঃসরণ ও অভুলেশন ব্যাহত করে।
• ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বা কম থাকা।
• প্রিমেচিউর ওভারিয়ান ফেইলিউর
• অতিরিক্ত মানসিক চাপ।
• অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার কিংবা কিডনি রোগেও অভুলেশন ব্যাহত হতে পারে।
• কেমোথেরাপি বা রেডিওথেরাপি সাময়িক বা পরোপুরিভাবে ওভারিকে অকার্যকর করে দিতে পারে।
জরায়ু বা ডিম্বনালীর সমস্যা
• জারায়ুর টিউমার যেমন এডিনোমায়োসিস, ফাইব্রয়েড বা পলিপ।
• পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (পিআইডি) অথবা যেকোনো ইনফেকশনের কারণে ডিম্বনালী বন্ধ হয়ে ওভাম এবং শুক্রাণু নিষিক্তকরণের পথ বন্ধ করে দিতে পারে।
• এন্ডোমেত্রিওসিস বন্ধ্যাত্বের একটি পরিচিত কারণ। এ রোগের লক্ষণ মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, পেটে ব্যথা ইত্যাদি।
• ইনফেকশন বা এন্ডোমেত্রিওসিস জরায়ু এবং এর আশপাশের অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক এনাটমি নষ্ট করে বন্ধাত্ব্যের কারন ঘটায়।
মেইল (পুরুষ) ফ্যাক্টর :
৩০-৫০ ভাগ ক্ষেত্রে পুরুষ সঙ্গীর সমস্যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে।
• শুক্রাণু বা বীর্য যথেষ্ট গতিশীল না হলে বা অস্বাভাবিক গঠনগত কারণে বন্ধ্যাত্ব হতে পারে।
• কোনো কারণে শুক্রাণু তৈরী ব্যাহত হলে, যেমন জিনগত ত্রুটি, ভেরিকোসেলি, টেস্টিসের টিউমার বা ইনফেকশন অথবা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কারণে নরমাল শুক্রাণু তৈরী বাধাপ্রাপ্ত হতে পারে।
পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই গর্ভধারণের হার বয়স বাড়ার সাথে কমে যায়। ৩৫ বছরের পর থেকে মেয়েদের ওভুলেশনের হার কমতে থাকে, একইসাথে শুক্রাণুর কার্যকারিতাও বয়সের সাথে সাথে কমে। তাই এই চিকিৎসায় বিলম্ব হলে সাফল্যের হারও কমে যায়।
Homeopathic Medicines for Infertility.
=======================================
Homeopathy treatment of infertility is mainly achieved through the administration of constitutional homeopathic medicines found most suitable after a detailed case analysis. A detailed case analysis includes the general physical and mental constitutional make-up of the patient plus the symptoms in the sexual sphere and the underlying cause that is hindering the fertility process and needs to be corrected. Homeopathy for infertility are natural medicines that help by raising the patient’s immunity to remove the obstruction that is hindering the process of fertility in a couple.
For Infertility in Women
1. For Infertility in Females due to Acid Vaginal Discharges:
Borax and Natrum Phos are top-grade medicines for infertility in females due to acid vaginal discharges. These homeopathic medicines for infertility in females are used where the vaginal discharges are acrid, destructive and kill the sperms. Borax is a medicine for infertility in females when the vaginal discharge is like the white of an egg, acrid, copious and warm. In such cases, Borax favors easy conception. Next medicine Natrum Phos is indicated for infertility in women who have acrid, irritating, creamy, honey-colored vaginal discharges. The discharge also smells sour.
2. For Infertility in Females due to too Profuse or Prolonged Periods (menorrhagia):
Two excellent medicines for infertility in females from profuse or prolonged periods are Calcarea Carb and Aletris Farinosa. Calcarea Carb is mainly used when a female with infertility has too profuse and too long lasting periods. The periods also appear before time. To prescribe Aletris farinose, the main symptoms are early and copious menses with infertility. Leucorrhea, anemia, weakness, tiredness, and fatigue may also persist with menorrhagia. Among these medicines for infertility in females, Aletris Farinosa is also prescribed where a tendency for frequent abortions is present.
3. For Infertility in Females with Short, Scanty Periods:
Pulsatilla and Sepia are suitable medicines for infertility in females resulting from short, scanty periods. Pulsatilla is a natural medicine for infertility in women who have faced menstrual irregularities since their menarche. The menses always get delayed and never appear on the expected date. The menstrual discharge is also scanty and remains for a very short time. Pulsatilla also tops the list of medicines for infertility in females suffering from PCOD. Next medicine Sepia is prescribed for infertility in females where the menses are short, scanty and suppressed. Along with this a prominent symptom of bearing down sensation in uterus may be present.
4. For Infertility in Females with Decreased Sexual Desire:
Agnus Castus and Sepia are prominently indicated medicines for infertility in females with decreased sexual desire. Among these medicines for infertility in females Agnus Castus is used when aversion to sex is there. Excessive masturbation may be a cause behind this. The genitals are also relaxed with transparent vaginal discharges. Next homeopathic medicine Sepia is also used for infertility in females having low sex drive. The vagina may be excessively dry with pain while intercourse. Bearing down sensation is also a marked feature that may appear.
6. For Infertility in Females due to Non Retention of Sperms:
Among the various medicines for infertility in females from non-retention of sperms Natrum Carb occupies highest rank. Natrum Carb is very effective for women who have sterility from non retention of sperms. Offensive and irritating vaginal discharges may also be present.
For Infertility in Males
7. For Infertility in Males with Erectile Dysfunction:
There are some top-notch medicines for infertility in males from erectile dysfunction. Homeopathic medicine Agnus Castus is best picked up when both sexual desire and physical ability are lacking. Genitals are relaxed, flaccid, and cold. Caladium, is the best choice for impotency with mental depression. Sexual desire is present but the genitals are relaxed with weak erections. Selenium is also best among the various medicines for infertility in males from erectile dysfunction. Selenium is helpful for slow, weak erections with rapid emissions. Involuntary semen discharges may also be present.
8. For Infertility in Males with Low Sperm Count:
X Ray tops the list of medicines for infertility in males from a low sperm count. It helps to increase sperm count. It helps in both improving the quality and quantity of sperms.
9. For Infertility in Males with Orchitis:
Conium is the top-grade medicine among the chart of medicines for infertility in males with orchitis. It is used when the testicles are swollen, hard and enlarged. It is also effective when a history of suppressed sexual desire is present.
10. For Infertility in Males with Wasting of Testes:
Sabal Serrulata is one of the best medicines for infertility in males with wasting (atrophy) of testes. It is also the perfect medicine for infertility in males with prostate enlargement or prostatitis.
DR. M H MOHAN
Lecturer, Chandpur Homoeopathic Medical College & Hospital.
Registered Proffessional Homoeopath.
Consultant : Chronic Disease & Cancer (All type of Children, Male & Female Diseases)
PH.01720-382646.
No comments:
Post a Comment